Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাকৃতিক সম্পদ

কৃষি সম্পদ: নোয়াখালী সদর উপজেলার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। এর মাটি, জলবায়ু ও পানি নানা ধরণের ফসল উৎপাদনের উপযোগী। এই উপজেলার মোট গৃহস্থালির অধিকাংশই কোন না কোন ভাবে ফসল উৎপাদনের সাথে জড়িত। ধান, সয়াবিন,পাট, মরিচ, সারিষা, আলূ, বাদাম ও আখঁ এই উপজেলার প্রধান ফসল। এছাড়াও সোনাইমুড়ী উপজেলায় সুপারি ও নারিকেলের ব্যাপক চাষ লক্ষ্য করা যায়। আরো আছে প্রচুর পরিমানে ফলজ গাছ । আম, জাম, কাঁঠাল, কলা, পেঁপে, পেয়ারা, লেবু, বেল ও আমড়া প্রধান কয়টি স্থানীয় ফল।

পশু সম্পদ : নোয়াখালী সদর উপজেলায়  গবাদি পশু পালনের মাধ্যমে আত্বকর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে। এখানে রয়েছে হাঁস মুরগীর খামার ও পশু খামার

মৎস্য সম্পদ  : নোয়াখালী সদর উপজেলা মাছের দিক থেকে বৈচিত্র্যপূর্ণ।  এই উপজেলায় রয়েছে  মাছের সমারহ।  জনগণের প্রধান অর্থনৈতিক কর্মকান্ডের একটি হলো মাছ ধরা। চিংড়ি, মৌরালা, পুঁটি, খোলসে, বাইন ও চেলা মাছের প্রাচুর্য ও মিঠা পানির মাছ যেমন: রুই, মৃগেল, আইর, টেংরা, মাগুর, সিং, কই, পাবদা প্রভৃতি মাছের সমারহ নোয়াখালীকে কে আলাদা ভাবে পরিচিত করায়।