Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
নোয়াখালী কারামতিয়া কামিল মাদরাসা
বিস্তারিত

নোয়াখালী জেলার ঐতিয্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী কারামতিয়া কামিল মাদরাসা থেকে এবারের আলিম পরীক্ষায় ১৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন জিপিএ-৫সহ শতভাগ পাস করছে। পরীক্ষার্থী সংখ্যা অনুপাতে জিপিএ-৫ কম পাওয়ায় অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীরা হতাশ।

মাদরাসা সূত্রে জানা য়ায়, ২০১৪ সেশনের আলিম পরীক্ষায় ১৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন জিপিএ-৫ ছাড়াও এ পেয়েছে ৬৫, এ- পেয়েছে ৬০ বাকিরা বিভিন্ন গ্রেডে পাস করেছে।

কারামতিয়া মাদরাসা থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মো. রায়হান জানান, আমার ভালো ফলাফলের জন্য সর্বপ্রথম মহান আল্লার দরবারে শুকরিয়া আদায় করছি এবং সাথে সাথে শিক্ষক, পিতা-মাতার কাছে কৃতক্ষতা প্রকাশ করছি।

মাদরসার অধ্যক্ষ ড. মাওলানা আমিন উল্যাহ জানান, শিক্ষক শিক্ষার্থীদের একান্ত প্রচেষ্টায় বিগত বছরের ন্যায় এবারও মাদরাসায় ভালো ফলাফল হয়েছে।